বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য অধ্যাপক মোস্তাফিজুরকে উপাচার্য নিয়োগ দিয়েছেন জানিয়ে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদ পূর্তির আগেই এই নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক মোস্তাফিজুরকে সার্বক্ষণিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত উল আলমের মেয়াদ শেষ হলে এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুর রহমানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা শামসুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন।

SCROLL FOR NEXT