বাংলাদেশ

মৃত্যুবার্ষিকীতে বেবী মওদুদকে স্মরণে কর্মসূচি

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ক্যান্সারে ভুগে ২০১৪ সালের ২৫ জুলাই মারা যান তিনি।

বেবী মওদুদ স্মরণে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয়তলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এছাড়া বেবী মওদুদের ধানমন্ডি ১০/এ সড়কের ৪৫ নম্বর তার বাসায় মাগরিবের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।

নাম এ এন মাহফুজা খাতুন হলেও লেখার সূত্রে বেবী মওদুদ নামেই পরিচিত ছিলেন তিনি।

১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার দিনগুলোতেই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ।১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্র সংসদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।

নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার।

নবম জাতীয় সংসদে বেবী মওদুদ আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখিতে যুক্ত ছিলেন বেবী মওদুদ। লিখেছেন শিশু-কিশোরদের জন্যও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

SCROLL FOR NEXT