বাংলাদেশ

রেলে আসছে আরও ৫০ কোচ, ৪ রিলিফ ক্রেইন

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

মঙ্গলবার রেলভবনে এ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী ২১২ কোটি ৮৭ লাখ টাকায় ইন্দোনেশিয়ার ইনকা পিটি ইন্ডাস্ট্রি কারিটা এপিআই স্টিলের তৈরি ৫০টি যাত্রীবাহী বগি সরবরাহ করবে আগামী দুই বছরের মধ্যে।

এ চুক্তিতে স্বাক্ষর করেন রেলপথ বিভাগের পক্ষে রোলিং স্টকের এডিজি মো.সামসুজ্জামান এবং ইনকা পিটির পক্ষে আর আগুস এইচ পুরনোমো।

চুক্তি অনুযায়ী জার্মানির কিরো আরডেল্ট দুটি মিটার গেজ ও দুটি ব্রড গেজ রিলিফ ক্রেইন সরবরাহ করবে আগামী দুই বছরের মধ্যে। রিলিফ ক্রেইন কিনতে ১৫৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হচ্ছে।

এ চুক্তিতে রেলপথ বিভাগের পক্ষে সামসুজ্জামানই সই করেন। অন্যপক্ষে সই করেন জার্মানির প্রতিষ্ঠানের বিক্রয় পরিচালক হাইনরিক ডি ক্লার্ক।

জার্মানির দুটি করে চারটি যোগ হলে রেলওয়ের মিটার গেজ রিলিফ ক্রেইন হবে ১১টি, এবং ব্রড গেজ রিলিফ ক্রেইনহবে ৬টি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “আশা করছি, সরবরাহকারী দুটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই যাত্রীবাহী কোচ এবং রিলিফ ক্রেইন সরবরাহ করবে।”

ইন্দোনেশিয়া ও ভারত থেকে ২০০টির বেশি নতুন বগিইতোমধ্যে রেলবহরে যুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর থেকে রেল পরিবহনে কোনো সমস্যা থাকবে না।

SCROLL FOR NEXT