বাংলাদেশ

পাহাড় ধস: নিখোঁজদের ধরে রাঙামাটিতে নিহত ১১৮

Byচট্টগ্রাম ব্যুরো

সোমবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান সাংবাদিকদের বলেন, “দুর্ঘটনার সাত দিনেও তিনজনের খোঁজ না মেলেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নের ভিত্তিতে সন্ধান না মেলায় তিনজনকে মৃত হিসেবে তালিকায় সংযুক্ত করা হয়েছে।”

এই তিনজন হলেন পৌর সদরের রূপনগর এলাকার সালাউদ্দিন (৩০), তার স্ত্রী রাইমা বেগম (২৫) এবং মোহাম্মদ দরবেশ আলী (৩২)। 

এদের নিয়ে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা ১১৮ বলে জানান জেলা প্রশাসক।

টানা বর্ষণের মধ্যে গত সোমবার রাত থেকে রাঙমাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েকটি স্থানে পাহাড় ধস ঘটে, যাতে দেড় শতাধিক মাস মানুষ নিহত হয়েছে।

SCROLL FOR NEXT