বাংলাদেশ

বিদেশের ৮ কেন্দ্রে ৯৪.২৮% পাস

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

গত বছর বিদেশের কেন্দ্রে ৮৯ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসেবে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৯১ শতাংশ পয়েন্ট।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, এবার বিদেশের আটটি কেন্দ্রে ৪৩৭ জন এসএসসিতে অংশ নিয়ে ৪১২ জন পাস করেছে, তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

বিদেশের আট কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

SCROLL FOR NEXT