বাংলাদেশ

এমা ওয়াটসনের টুইটে রানা প্লাজা

Byনিউজ ডেস্ক

ভবন ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহাণির আলোচিত এ ঘটনা নিয়ে মঙ্গলবার টুইট করেন তিনি।

হ্যারি পটার সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা এ হলিউড তারকা ‘রানা প্লাজা’ হ্যাসট্যাগ দিয়ে টুইটে লেখেন, “আমি আজ রানা প্লাজার ঘটনা স্মরণ করছি, চার বছর পার হয়েছে... দয়া করে বিবেচনা করুন, যারা আমাদের পোশাক তৈরি করে।”

এমা ওয়াটসন রানা প্লাজা ট্র্যাজেডির আগে ২০১০ সালে ‘ফেয়ার ট্রেড’ বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশ সফর করেন। যুক্তরাজ্যভিত্তিক রিটেইলার ‘পিপলস ট্রি’র ওই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সফর করেছিলেন তিনি।

জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা ২৭ বছর বয়সী ব্রিটিশ এই অভিনেত্রী টুইটে রানা প্লাজা ট্র্যাজেডির পর নির্মিত পরিচালক অ্যান্ড্রু মরগানের প্রামাণ্যচিত্র ‘ট্রু কস্ট’র অংশবিশেষের ভিডিও শেয়ার করেন।

 

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ভবনটিতে থাকা পাঁচটি তৈরি পোশাক কারখানার ১১০০ এর বেশি শ্রমিক মারা যান। আহত হন আরও প্রায় দুই হাজার।

ট্রু কস্ট তথ্যচিত্রে পোশাক শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, ক্যাম্বোডিয়া এবং চীনের কারখানার মালিককের সাক্ষাৎকারের পাশাপাশি রানা প্লাজা ধসের প্রভাব তুলে ধরা হয়।

SCROLL FOR NEXT