বাংলাদেশ

কুমিল্লায় ভোট কেন্দ্রের তথ্য ১০৫ নম্বরে এসএমএসে

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

বৃহস্পতিবার ভোটের দিন এ সেবা চালু থাকবে বলে মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের দরকার নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তারাও ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা রয়েছে। ভোটাররা কেন্দ্রভিত্তিক ভোটার নম্বর জানলে সহজেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।”

কুমিল্লা সিটি করপোরেশনে ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ভোটাররাএসএসএম এর মাধ্যমে ভোটারদের কেন্দ্রের নাম, ভোটার নম্বরও ক্রমিক নম্বর জানতে পারবেন।

সেক্ষেত্রে PC লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১০৫ নম্বরেপাঠালে ফিরতি এসএমএস-এভোটকেন্দ্রের নাম, ভোটার নম্বর ও ক্রমিক নম্বর পাওয়া যাবে।

এনআইডি নম্বরের ১৭ ডিজিট ব্যবহার করতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদের শুরুতে জন্মসালটি যুক্ত করতে হবে।

SCROLL FOR NEXT