বাংলাদেশ

শাহজালালে ৩০টি সোনার বারসহ বিমানযাত্রী আটক

Byনিজস্ব প্রতিবেদক

আটক মুহাম্মদ আদম আলীর (৪৫) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। 

সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিজি০২২ ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পর সোনার বারসহ তাকে আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ডোমেস্টিক যাত্রী হিসেবে তাতে উঠেন আদম আলী।

“শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আদম দাবি করেন, আকাশপথে রহমান নামে এক যাত্রী টাকার বিনিময়ে ৩০টি সোনার বার পৌঁছে দেওয়ার জন্য তার কাছে হস্তান্তর করেন। এরপর বারগুলো প্যান্টের বেল্ট বাঁধার স্থানে আগে থেকেই প্রস্তুত করে রাখা বিশেষ ফাঁকা জায়গায় লুকিয়ে রাখেন তিনি।”

শাহজালালে আসার পর প্রতিটি বারে ১০ তোলা করে মোট ৩.৪৯৯ কেজি সোনা তার কাছ থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৫ লাখ টাকা বলে জানান মইনুল খান।

তিনি বলেন, “রহমানও ওই প্লেনের যাত্রী ছিল। তবে গোয়েন্দা তৎপরতা টের পেয়ে আগেই বিমানবন্দর ত্যাগ করেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

SCROLL FOR NEXT