বাংলাদেশ

‘নাস্তিকের’ ফাঁসি চেয়ে ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘নাস্তিকের’ ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় তোলার আহ্বান জানান তিনি।

ওই যুবকের ছবিসহ ফাঁসির দড়ি ও বিচারালয়ের হাতুড়ি প্রতীক নিয়ে ছবি বানিয়ে পোস্ট করেন জ‌্যোতি।

ছবির উপরে লেখা: “নবীজীকে কটূক্তিকারী নাস্তিক… এর ফাঁসি চাই। ছবিটি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন।”

কথিত ওই ‘নাস্তিক’ যুবক সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ‌্যাঁ, বিষয়টি শুনেছি। তবে এটা এদেশে না, অন‌্য দেশে।”

তার ফাঁসি চেয়ে জ‌্যোতির ফেইসবুক পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “তাই নাকি, সে ওইটা শেয়ার করবে কেন? আমি বিষয়টি দেখছি।”

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদ্দাসের খান-জ্যোতির লেখাপড়া ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউআইইউয়ে

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদ্দাসের খান-জ্যোতির লেখাপড়া ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউআইইউয়ে

রাত পৌনে ৯টার দিকে এই মোবাইল কথোপকথনের কিছুক্ষণের মধ‌্যে জ‌্যোতির ফেইসবুক থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়।

তবে তার আগে ওই ফেইসবুক পোস্ট ৪৭ জন শেয়ার করেন এবং পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাসহ ১৯৯ জন তাতে ‘লাইক’ দেন।

জ‌্যোতির ফেইসবুক অনুসারীদের অনেকে এ পোস্টে সহমত জানিয়ে মন্তব‌্য করেন।

‘ওই নাস্তিকরূপী জানোয়ারের ফাঁসি চাই, একে চরম শাস্তি দিতে হবে’ এমন মন্তব্য লিখেছেন অনেকে।

কাজী রহমান নামে একজন লেখেন, “ও একটা কুত্তার বাচ্চা, ওর মাথা মাটিতে পুঁতে কুকুর শিয়াল দিয়ে খাওয়ানো উচিত।”

সৈয়দ শাহ আমানুল্লাহ লিখেছেন, “এরা মুসলমান নামের কলঙ্ক, এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত।”

ওয়াহিদ অর্নব নামের একজন জানতে চান, “কী হইছে ভাই? কি বলছে ও? লিঙ্ক দেন বস!”

এর জবাবে সাফি মোদাসের জ্যোতি লিখেছেন, “ওর এই ভাইরাল ভিডিওটা ফেবুতে কম বেশি সবাই দেখছে। ঠিক আছে নেক্সট টাইম ওর কোনো ভিডিওি’র লিঙ্ক পাইলে দেবনি আপনারে। আপনি ওর আইডিতে ঢুকে দেখেন না, ওর আইডিতে ঢুকলে এই কুলাঙ্গারের সব দেখতে পারবেন।”

জ্যোতির পোস্টে সহমত জানিয়ে মন্তব‌্য করেছেন তার অনেক ফেইসবুক বন্ধু

জ্যোতির পোস্টে সহমত জানিয়ে মন্তব‌্য করেছেন তার অনেক ফেইসবুক বন্ধু

শাহ মোহাম্মদ মোস্তফা কামাল নামের একজন লিখেছেন, “মাগার বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? ভদ্রলোক একন কোলকাতা।”

এর জবাবে জ্যোতি লিখেন, “হুম। ওরে ধইরা আনার ব্যবস্থা করতে হবে দেশে।”

পরবর্তী কমেন্টে শাহ মোহাম্মাদ মোস্তফা কামাল নামে একজন লেখেন, “আমরা প্রকারান্তে অই বদমাইশটাকে জনপ্রিয় করছি, ও কিছুদিনের মাঝে আমাদের এই কমেন্টগুলোকে  আশ্রয় করেই উরোপে ভাগবে। অ কিন্তু এই টাই চায় অপেক্ষা করেন, আমার ত মনে হয় ও ভিসার জন্যই ইন্ডিয়াতে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তানের মধ‌্যে একমাত্র ছেলে জ‌্যোতি পারিবারিক ব‌্যবসা প্রতিষ্ঠান ‘সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক।

ফেইসবুকে তিনি নিজের সম্পর্কে যে তথ‌্য দিয়েছেন তাতে দেখা যায়, রাজউক উত্তরা মডেল স্কুল অ‌্যান্ড কলেজে লেখাপড়ার পর উচ্চ শিক্ষার জন‌্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটিতে যান তিনি।

SCROLL FOR NEXT