বাংলাদেশ

দারুস সালামের ঘটনার কারণ দাম্পত্য কলহ: পুলিশ

Byনিজস্ব প্রতিবেদক

আনিকার স্বামী শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই ধারণা হয়েছে বলে দারুস সালাম থানার পরিদর্শক ফারুকুল ইসলাম জানান।

বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল সকালে নাশতার সময় বাসি ভাত দেওয়ায় শামীম রেগে গিয়ে আনিকাকে গালাগাল করেন। এরপর না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান শামিম। পরে দুপুরে ওই ঘটনা ঘটে।”

মঙ্গলবার বিকালে ছোট দিয়াবাড়ি পানির পাম্পসংলগ্ন ওই বাসা থেকে আনিকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এই দম্পতির পাঁচ বছরের মেয়ে শামীমা ও তিন বছরের ছেলে আবদুল্লাহর লাশ পড়ে ছিল গলাকাটা অবস্থায়।

আনিকার স্বামী সেলুনকর্মী শামীম ওই সময় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ছিলেন।

শামীম ফিরে আসার পর মঙ্গলবার রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এখনো তিনি থানাতেই আছেন।

পরিদর্শক ফারুক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

“আনিকার মাকে খবর দেওয়া হয়েছে। তিনি এখনো আসেননি। তিনি এসে চাইলে মামলা করতে পারবেন।”

শামীমের বাড়ি গোপালগঞ্জে। আর আনিকার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে। তাদের মধ‌্যে প্রায়ই ঝগড়া হত বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন তাদের প্রতিবেশীরা। 

লাশ উদ্ধারের পর ওই ঘর থেকে একটি রক্তমাখা বটি ও চিরকূট উদ্ধার করার কথা জানান পুলিশ কর্মকর্তারা। তারা জানান, ওই চিরকূটে আত্মহত‌্যার স্বীকারোক্তি ছিল।

SCROLL FOR NEXT