বাংলাদেশ

কুর্মিটোলা হাসপাতালে অগ্নিকাণ্ড

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিচ তলার একটি কক্ষে আগুন লাগার ঘণ্টা দেড়েক পর তা নিয়ন্ত্রণে আসে বলে ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান জানান।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান।

তিনি বলেছিলেন, হাসপাতালের পঞ্চম তলার একটি ‘স্টোর রুমে’ আগুন লেগেছিল।

তবে ওসি মাহবুবুর বলছেন, নিচতলায় ‘আবর্জনা’ রাখার ছোট একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ধোঁয়া হাসপাতালের ১০তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এতে কেউ দগ্ধ হয়নি বলে জানান তিনি।

SCROLL FOR NEXT