বাংলাদেশ

বাংলাদেশকে ‘উদ্ভাবনের সূতিকাগার’ বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

তিন দিনের সফরে ঢাকায় আসা স্টুয়ার্ট সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশকে ‘নার্সারি অফ ইনোভেশন’ উল্লেখ করে ররি স্টুয়ার্ট বলেছেন, যুক্তরাজ্যের ডিএফআইডির (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) সহায়তা অব্যাহত থাকবে।”

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা যুক্তরাজ‌্যের প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ‌্যিক সম্পর্ক আরও নিবিড় করার উপরও জোর দেন।

ইংল‌্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে বলেও প্রধানমন্ত্রীকে জানান স্টুয়ার্ট।

স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসাও যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী করেন বলে জানান প্রেস সচিব।

শেখ হাসিনা তাকে বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হওয়ায় তৃণমূলের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে।

সরকার পরিকল্পিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা জানিয়ে বাংলাদেশের যুক্তরাজ‌্যের আরও বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্ট গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় যুক্তরাজ‌্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT