বাংলাদেশ

মমতার শপথে যাচ্ছেন আমু

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

টানা দ্বিতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন মমতা। আগামী ২৭ মে শপথ নেবেন তিনি। ২০১১ সালের রাজ্য ভবনে শপথ অনুষ্ঠান হলেও এবার কলকাতার রেড রোডে (ইন্ধিরা গান্ধী সড়ক) শপথ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

গত ১৯ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মমতা।

এদিকে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শনিবার (২৬ মে) চারদিনের সফরে জাপান যাচ্ছেন শেখ হাসিনা।

আমির হোসেন আমু

আমির হোসেন আমু

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার এক সংবাদ সম্মেলনে জানান,শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের ‘জোড়াফুল’ পেয়েছে ২১১টি আসন। তাদের প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট-কংগ্রেস জোট পেয়েছে ৭৭টি।

আর কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপি বাংলায় পেয়েছে তিনটি আসন।

৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা নেন কংগ্রেসের এক সময়ের নেত্রী মমতা। ওই নির্বাচনে তার দল তৃণমূল পায় ১৮৪টি আসন।

SCROLL FOR NEXT