বাংলাদেশ

রানাপ্লাজা ধস: হত্যা মামলার অভিযোগ গঠনে শুনানি ২৫ মে

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা জেলা জজ এস এম কুদ্দুস জামান বৃহস্পতিবার এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই দিন ধার্য করেন বলে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার আব্দুল মান্নান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক বলেছেন, রানা প্লাজা ধস প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের সৃষ্ট দুর্যোগ।”

শুনানির সময় ভবন মালিক সোহেল রানাসহ গ্রেপ্তার ৬ আসামি ছাড়াও জামিনে থাকা ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন; প্রাণে বেঁচে গেলেও পঙ্গু হতে হয় আরও হাজারখানেক গার্মেন্ট শ্রমিককে।

ঘটনার দিনই সাভার থানায় দুটি মামলা হয়েছিল। পরের বছর দুর্নীতি দমন কমিশন আরও একটি মামলা করে।

এর মধ্যে হতাহতের ঘটনা উল্লেখ করে ভবন মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে মামলাটি করেন সাভার মডেল থানার উপপরিদর্শক ওয়ালী আশরাফ।

তিন বছর পর হত্যা মামলার শুনানি শেষে ২৫ মে অভিযোগ গঠনের দিন রাখল ঢাকার আদালত।

এই মামলার ৪১ জন আসামির মধ্যে ১২ জন পলাতক, ছয় জন কারাগারে এবং বাকিরা জামিনে রয়েছেন।

SCROLL FOR NEXT