বাংলাদেশ

নীলফামারী পাউবোর ৩ কর্মকর্তা বরখাস্ত

Byনীলফামারী প্রতিনিধি

এরা হলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক ও শাখা কর্মকর্তা (এসও) তোবারক আলী।

বৃহস্পতিবার দুপুরে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের (রংপুর) প্রধান প্রকৌশলী আতিকুর রহমান।

গত ৬ অক্টোবর পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান তিনি।  

আতিকুর রহমান বলেন, গত অর্থবছরে তিস্তা ব্যারাজের প্রায় ১৬ কোটি টাকার একটি প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানান তিনি।

প্রকৌশলী আতিকুর রহমান বলেন, এ প্রকল্প তদারকির প্রধান দায়িত্বে ছিলেন, ডালিয়া ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক।

এছাড়া সার্বিক দায়িত্বে  নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও শাখা কর্মকর্তা (এসও) তোবারক আলী ছিলেন বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি, এখনও কাগজ পাইনি। কাগজ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।”

SCROLL FOR NEXT