বাংলাদেশ

বিদেশিদের নিরাপত্তায় পদ্মা সেতু এলাকায় টহল বৃদ্ধি

Byমাদারীপুর প্রতিনিধি

সেতুর শিবচর ও জাজিরা অংশে কর্মরত ১৯৭ বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্মাণাধীন মূল সেতু, সংযোগ সড়ক ও নদী শাসন বাঁধে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সেতুর পরামর্শক প্রতিষ্ঠান সেনাবাহিনীও নিরাপত্তা রক্ষায় কাজ করছে বলে জানান তিনি।

শিবচর থানার ওসি আব্দুস সাত্তার এবং শরীয়তপুরের জাজিরা থানার ওসি নজরুল ইসলাম জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রকল্প এলাকায় বাইরের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দুই বিদেশি খুন হওয়ার পর সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হল রুমে সভায় বিদেশিদের নিরাপত্তার আশ্বাস দিয়ে এসেছিলেন।

SCROLL FOR NEXT