বাংলাদেশ

বাইসাইকেলে কভার্ডভ্যানের ধাক্কা, কিশোরের মৃত্যু

Byনিজস্ব প্রতিবেদক

শুক্রবার দুপুরে তেজগাঁওয়ের কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

নিহত মো. পারভেজ (১৪) ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।

ওসি মিজানুর বলেন, সাইকেল চালানোর সময় পারভেজকে কভার্ডভ্যানটি ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “পারভেজের বাবা একজন দিনমজুর। তিনি মামলায় জড়াতে চাচ্ছেন না।”

এদিকে দুপুরে রাজধানীর রমনা পার্কের কাছে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় তড়িতাহত হয়ে মো. মামুন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী মারা গেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজা নামের এক ব্যক্তি তড়িতাহত মামুনকে দুপুর ১২টায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজার বরাত দিয়ে তিনি বলেন, মৎস্য ভবনের কাছে রমনা পার্কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় মামুন তড়িতাহত হন।

মামুন বিদ্যুৎ বিভাগের কর্মী কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তা সেন্টু।

SCROLL FOR NEXT