বাংলাদেশ

ভোলায় পিটুনিতে মৃত্যুর অভিযোগ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

Byভোলা প্রতিনিধি

ভোলা খেয়াঘাট-ভেদুরিয়া লঞ্চঘাট সড়কের চর রমেশ এলাকায় সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। 

নিহত মো. জামালের (৪৫) লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে এবং হান্নান নামের এক কনস্টেবলকে আটকে রাখে। হান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক কামাল হোসেন জানান, সকালে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল ও কনস্টেবল হান্নান মোটরসাইকেলে ভেদুরিয়া লঞ্চ ঘাটে যাচ্ছিল।

চর রমেশ এলাকায় সড়কে ধান শুকাতে দেওয়া হয়েছিল বলে জানান কামাল।  

“ওই স্থানে মোটরসাইকেল থেকে নেমে কনস্টেবল হান্নান ধানের পাশের দাঁড়ানো জামালকে এ বিষয়ে জিজ্ঞেস করলে দুজনের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে কনস্টেবল হান্নান লাঠি দিয়ে জামালকে বেধড়ক পিটুনি দেন। তখন জামাল পাশের পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা পুকুর থেকে জামালেকে মৃত উদ্ধার করে।”

ভোলা মডেল থানার ওসি মোবাশ্বির আলী জানান, এ ঘটনায় স্থানীয় জনতা ভোলা খেয়াঘাট-ভেদুরিয়া লঞ্চ ঘাট সড়ক দুঘন্টা অবরোধ করে রাখে এবং পুলিশ কনস্টেবল হান্নান কে আটকে রাখে ।

“খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

কনস্টেবল হান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান ওসি মোবাশ্বির।

SCROLL FOR NEXT