বাংলাদেশ

লক্ষ্মীপুরে ক্লিনিকে প্রসূতির মৃত্যু, স্বজনদের ভাংচুর

Byলক্ষ্মীপুর প্রতিনিধি

রোববার সকালে সদরের নগর ক্লিনিকে এ হামলার সময় আহত হয়েছে ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি গিয়াস উদ্দিন জানান, অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে স্বজনরা হাসপাতালে ভাংচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভুল চিকিৎসায় মারা গেলে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মৃত নয়ন আক্তার সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের বশির আহমদের স্ত্রী।

নয়নের ভাই এরশাদ হোসেন, ভাগ্নে শামীম হোসেন জানান, গত ২৩ জুলাই নোয়াখালীর এশিয়া হাসপাতালে নয়নের সন্তান হয়। এরপর অসুস্থ হলে সোমবার তাকে লক্ষ্মীপুরের নগর ক্লিনিকে ভর্তি করা হয়।

তারা জানান, সুস্থ হওয়ায় দুই দিন আগে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।তবে নবজাতক অসুস্থ থাকায় হাসপাতালেই থাকতে হয় তাকে।

শনিবার রাতে নয়ন আবার অসুস্থ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দেন জানিয়ে তারা বলেন, এরপর থেকেই  নয়ন ছটফট করতে থাকেন এবং রোববার সকালে তার মৃত্যু হয়।

ভুল চিকিৎসায় রোগী মারা যায়নি দাবি করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, রক্তচাপ বেশি থাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে।

SCROLL FOR NEXT