জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেয়।

|

ছবি: পিআইডি

)<div class="paragraphs"><p>জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেয়।</p></div>
বাংলাদেশ

মানবাধিকার কমিশনকে ‘নিজ উদ্যোগে’ কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

Byনিজস্ব প্রতিবেদক

মানবাধিকার রক্ষায় কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে জোরালো ভূমিকা পালন করতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিতে গেলে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।”

প্রেস সচিব বলেন, “মানবাধিকার রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দানের পাশাপাশি এগুলোর বাস্তবায়নে মানবাধিকার কমিশনকে কাজ করারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT