bdnews24

ছিনতাইয়ের পর ট্রাক থেকে ফেলে হত্যা

Byবিডিনিউজ২৪

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় একটি রডবোঝাই ট্রাক ছিনতাই করে চালকের সহকারীকে চলন্ত ট্রাক থেকে নিচে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের নজরুলের বয়স আনুমানিক ৩৫ বছর। ট্রাক থেকে ফেলে দেওয়ায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক শহীদ (৪০) ও তার আরেক সহকারী রজব (৩২)।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রড নিয়ে উত্তরাঞ্চলে যাওয়ার সময় মঙ্গলবার ভোরে আগারগাঁও এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে ট্রাকটি।

"ছিনতাইকারীরা চালক ও দুই সহকারীর হাত-পা বেঁধে ট্রাকের ওপর তোলে। তারপর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুরাতন বিমানবন্দর এলাকায় তাদের চলন্ত ট্রাক থেকে ফেলে দেওয়া হয়।"

এই দৃশ্য দেখে পথচারীরা খবর দিলে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে। সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান, নজরুলের মৃত্যু হয়েছে।

কাফরুল থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ট্রাকটি উদ্ধার এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০৫০ ঘ.

SCROLL FOR NEXT