bdnews24

সাগর-রুনির লাশ পুনঃময়নাতদন্তের আদেশ

Byবিডিনিউজ২৪

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ৭৩ দিনের মাথায় তাদের লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত।

র‌্যাবের এএসপি জাফরউল্লাহর এক আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মঙ্গলবার কবর থেকে লাশ তোলার এই আদেশ দেন।

একই সঙ্গে কবর থেকে লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ঢাকার জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন তিনি।

গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

ওই ঘটনায় 'অজ্ঞাতপরিচয়' ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা পুলিশ ব্যর্থতা স্বীকার করার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ গত ১৮ এপ্রিল এ হত্যা মামলা তদন্তের দায়িত্ব র‌্যাবে স্থানান্তরের নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১১৪২ ঘ.

SCROLL FOR NEXT