নাগরিক সমস্যা

মানুষ কিন্তু সিন্ডিকেট বুঝে না!

Byঝড়

ভন্ডামি বন্ধ করুন , অর্থনৈতিক এই সংকটের সময় এ মরার উপর খাড়ার ঘা হয়ে আসবে আবার নতুন করে জ্বালানীর মূল্য বৃদ্ধি ( গ্যাস ,ডিসেল)। প্রতি নিয়ত মূল্য বৃদ্ধি আমাদের জন জীবন দু:সহনীয় করে তুলছে। চাল, তেল,সবজি, মাছ, মাংস, সব কিছু যেন আগুন হয়ে আছে। আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে আমরা অন্যায়কে সুন্দর করে মাথা পেতে নেই খুব সহজে। সরকার যদি এক টাকা গ্যাস এর দাম বাড়ায় তো আমদের পরিবহন মালিকেরা ভাড়া বাড়ায় দ্বিগুণ। তারপরও আমরা সাধারণ মানুষ জন থাকি নিশ্চুপ। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনি কী জানেন মানুষ কিন্তু সিন্ডিকেট বুঝে না , মানুষ বুঝে সরকারের ব্যর্থতা, তাই যোগাযোগ মন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে বলছি, যদি সিএনজি গ্যাসের দাম আবার বাড়ে তাহলে পরিবহন মালিক, এবং পরিবহন সংগঠনগুলোকে বলুন, ভণ্ডামি বাদ দিতে , তা না হলে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে জাতির জীবন আর নাকাল হবে, আর দোষটা কিন্তূ হবে ওই সরকারের। এমনিতেই আপনাদের ভাবমূর্তি খুব ভাল নেই এখন আর জনগণের মাঝে। আমার মনে হয় নতুন করে আর আগুনে ঘি না ঢালাই ভাল। কারণ শেয়ার বাজারের সব দায়ভার এখনো অর্থমন্ত্রীর উপর।

SCROLL FOR NEXT