নাগরিক সমস্যা

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রন ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি

Byরাজু আহম্মদ খান

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনার মত অসংখ্য সড়ক দুর্ঘটনার পেছনের কারন জানতে বিগত ২২ অক্টোবর ২০১১ আমি কেন্দ্রীয় শহীদ মিনারে "নিরাপদ সড়ক চাই" এর প্রতীকী গণ অনশনে যোগ দেই, এবং বিস্মিত হই, সত্যি সেদিন গনমানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিল চোখে পড়ার মত, মূলত এটি ছিল একটি সচেতন মানুষের মিলন মেলা ।

সম্রাট শাহজাহান যেমন তার স্ত্রীর স্মরণে তৈরী করেছিলেন আগ্রার তাজমহল , ভালোবাসার অকৃত্রিম নিদর্শন , আর প্রেমের চিরস্থায়ী প্রতিচ্ছবি হয়ে আজো তাজমহল দর্শনীয় হয়ে আছে পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে ।তেমনি আমাদের শিল্প সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব চিত্র তারকা জনাব ইলিয়াস কাঞ্চন তার সহধর্মিণী জাহানারার মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকাল প্রয়ানের এক হৃদয় বিদারক বিচ্ছেদকে মেনে নিতে না পেরে নেমেছিলেন আন্দোলনে যার নাম "নিরাপদ সড়ক চাই" ।ঘটনার উনিশ বছরে সেই ভালোবাসা এখন শুধুমাত্র কারো স্ত্রীর প্রতি ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই , আজ বাংলাদেশের প্রতিটি কোনায়
ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি মানুষের ভালোবাসার স্বপ্রণোদিত আন্দোলনের নাম "নিরাপদ সড়ক চাই"।

আমি দুঃখ পেয়ছি তখন যখন দেখলাম অসংখ্য সাধারন মানুষের ভীড়ে হাতে গোনা কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব এবং দু'একজন রাজনীতিবিদ এই "নিরাপদ সড়ক চাই" এর গণ অনশনে এসেছিলেন , অথচ এটাকে একটি অভিন্ন আন্দোলন মনে করে সম্পুর্ণ অরাজনৈতিক এবং একই সুত্রে গাঁথা সকল বর্ন-গোত্র , সম্প্রদায়ের প্রাণের দাবি হিসেবে আমি আশা করেছিলাম আসবেন আরো অনেকে যাদেরকে দেশের নানা রকম সমস্যা নিয়ে নানা সময় দেখি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন ইস্যুতে টক শো তে অংশ নিতে অথবা রাজনীতির মাঠ কাঁপাতে ।

SCROLL FOR NEXT