bdnews24

সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত ৫

Byবিডিনিউজ২৪

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা সবাই রাষ্ট্রায়াত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মী।

বুধবার সকাল ১১টার দিকে বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির উপপরিদর্শক শাহ মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

পাঁচ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন আরিফুর। আহত হয়েছেন দুজন।

হতাহতরা সবাই জিপে ছিলেন। ট্রেনটি হলো চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী কর্ণফুলী এক্সপ্রেস।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা ট্রেনটি আটকে রেখেছে বলে পুলিশ জানায়।

বাড়বকুণ্ডে প্রগতির কারখানাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ভেতরের দিকে। কারখানায় যাওয়ার সড়কেই লেভেল ক্রসিং।

জিপটি কারখানা থেকে প্রাতিষ্ঠানিক কাজে সীতাকুণ্ডে একটি ব্যাংকে যাচ্ছিলো বলে প্রগতি ইন্ডাস্ট্রিজের হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহতরা হলেন- প্রগতির হিসাব রক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী বিপণন কর্মকর্তা সালেহ আহমেদ, বাদল বড়–য়া, নিরাপত্তাকর্মী আহসান উল্লাহ ও গাড়িচালক মোরশেদ।

আহতদের মধ্যে এক জনের নাম জানা গেছে। তিনি হলেন নিরাপত্তাকর্মী আব্দুল বারেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১২১০ ঘ.

SCROLL FOR NEXT