bdnews24

‘মনমোহনের সফর সমস্যা সমাধানের সুযোগ’

Byবিডিনিউজ২৪

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে মনে করেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা।

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বলেন, "ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা, সমুদ্র সীমা নির্ধারণ, পানি সমস্যা রয়েছে। এগুলো দীর্ঘদিনের সমস্যা। ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে এসব সমস্যার সমাধানের সুযোগও রয়েছে।"

"আমরা আশা করব- বর্তমান সরকার তার সদ্ব্যবহার করবে।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সরকারের পররাষ্ট্রনীতিকে 'নতজানু' হিসেবে অভিহিত করেন।

সাবেক মন্ত্রী মোশাররফ জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে বিএনপিকে স্বাগত জানায়।

দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা আসার কথা। তার সঙ্গে ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসার কথা রয়েছে।

বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের সমালোচনা করে সমস্যা সমাধান নিয়ে শঙ্কাও প্রকাশ করেন মোশাররফ।

তিনি বলেন, "এই সরকার তাঁবেদার সরকার। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সমস্যাগুলোর সমাধান হবে কি না তা নিয়ে আমরা শঙ্কিত।"

বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষা করছে না বলেও অভিযোগ করেন খোন্দকার মোশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৫২৪ ঘ.

SCROLL FOR NEXT