community

যোগাযোগমন্ত্রীর মন্তব্য নিয়ে ফেসবুকে তীব্র বিদ্রুপ

Byসংকলক

 "যাত্রীদের বিড়ম্বনার জন্য চারদলীয় জোট সরকার দায়ী" যোগাযোগমন্ত্রীর এমন মন্তব্য ফেসবুক ব্যবহারকারীদের বিনোদনের খোরাক যুগিয়েছে।

যেমন সুলেখক ও ব্লগার মেহরাব শাহরিয়ার লিখেছেন, "সরি , একমত হতে পারলাম না আবুল হোসেন সাহেব, কারণ সুস্পষ্ট প্রমাণ আছে যে যাত্রীদের সমস্ত বিড়ম্বনার জন্য ১৯৭৬ সালের প্রেসিডেন্ট "বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের" সরকার পুরোপুরি দায়ী"।

তার স্টাটাস ঘিরে আরো অনেকের নানান মজার মন্তব্যের দেখা মেলে, তার মধ্যে উল্লেখযোগ্য মন্তব্যগুলো তুলে ধরা হলো:

"নাহ ফারডানান্ড ভারবিস্ট দায়ী"

"বৃটিশরাই আসলে মূল কালপ্রিট!"

"একটু দ্বিমত জানাচ্ছি। আমার মতে ১৯৮১তে বিচারপতি সাত্তারের সরকার দায়ী।"

"আমার তো মনে অয় তিতুমীরের বাঁশের কেল্লাই যাত্রীদের এই বিড়ম্বনার জন্য দায়ী…!"

"তবে ইখতিয়ার উদ্দিন বখতীয়ার খিলজির দায়-ও উড়িয়ে দেয়া যায়না!"

"ভিন গ্রহের প্রাণী দায়ী হইতে পারে"

"আপনি কি আমাকে দায়ী করলেন ? কসম কইলাম আমি কিছু জানিনা ..ওই কে আছেন দেখেন আমারে শুধু শুধু দোষ দেয় :("

"সব দোষ কনডমের। ফাইটা খালি পাবলিক জন্মায় আর রাস্তাঘাট গুলা ভাইঙ্গা ফেলে।"

উল্লেখ্য দেশের বেহাল সড়কের কারণে বিপর্যস্ত নাগরিকদের সংক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিপরীতে যোগাযোগমন্ত্রী সাম্প্রতিক সময়ে সকল ব্যর্থতার দায়ভার নানা মন্ত্রণালয় এমনকি পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর উপরে চাপিয়েছেন। এখন তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করায় ফেসবুকে চরম বিদ্রুপের টার্গেটে পরিণত হন।

SCROLL FOR NEXT