নাগরিক সমস্যা

ঢাকা শহরের ফুটপাথ ভেঙ্গে ফেলা হোক

Byমিল্টন

ঢাকা শহরে ফুটপাথের প্রয়োজন আছে বলে মনে হয় না। ফুটপাথ যদি পথচারীর চলাচলের পথ হতো তবে সে পথে অবাধে হকার পসরা সাজিয়ে বসতে পারতো না, চা-এর স্টল থাকতো না, বিভিন্ন গণপরিবহনের টিকেট কাউন্টার থাকতো না, ভিক্ষুকের ভিক্ষা বৃত্তির স্থান হতো না। এমতাবস্থায় পথচারীদের নিরুপায় হয়ে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তবে কি ফুটপাথ পথচারীর অবাধে চলার পথ আর হবে না! যদি তা সম্ভব নাই হয় তবে একটা প্রস্তাব আছে- ঢাকা শহরের সকল ফুটপাথ ভেঙ্গে ফেলা হোক অচিরেই। এতে করে রাস্তা আরো চওড়া হবে। আর যানজট সমস্যার কিছুটা সুরাহা হবে বলে আশা করা যায়। এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের ত্বরিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন আশা করছি।

SCROLL FOR NEXT