নাগরিক সমস্যা

প্লিজ আঙ্কেল, একটু সাইড দিবেন…?

Byএইচ এম বিশ্বাস

কয়েক দিন আগের ঘটনা। কোন এক কাজে যাচ্ছিলাম মালিবাগ মোড়। হঠা‍‍ৎ করে কানে একটা আওয়াজ ভেসে আসলো লিজ আঙ্কেল একটু সাইড দিবেন হুস দিবো। পিছন ফিরে তাকালাম । দেখলাম এক ২৫-২৭ বছরের এক ছেলে। তার পাশে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক। ভদ্রলোকটিকে ইশারা করে বলা কথাটি। অত:পর যা হবার তাই হল।

প্রিয় পাঠক, আমাদের স্বপ্নের শহর হল ঢাকা শহর। যারা এখনো চোখ দিয়ে দেখেননি তাদের জন্য। আর আমাদের জন্য বড়ই দু:সহ। ঢাকার প্রায় অধিকাংশ মোড়ে প্রসাব এর গন্ধ। যা পরিবেশ দুষণের সর্বশ্রেষ্ঠ উপায় হয়ে দাড়িয়েছে। যা সর্বশ্রেণীর পথিকদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে।

তাহলে এখন আমাদের করণীয় কি?

বাংলাদেশ সরকার যদি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রতি মোড়ে মোড়ে পাবলিক টয়লেট বসাতো তাহলে আমার মনে হয় । আমাদেরকে আর এ সমস্যায় ভুগতে হত না।
আর এটা দ্বারা সরকারের যা যা উপকার হত:

১. বেকার কিছু লোক তারা এটার দায়িত্ব বহন করে তাদের জীবিকা নির্বাহ হত।
২. সরকার এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারতো।
৩. পরিবেশ দুষণ থেকে শহর রক্ষা পেত।
৪. সত্যিই বাংলাদেশকে ডিজিটাল দেশ করার পথ কিছুটা সুগম হত।
৫. ই……….ত্যা………….দি…..।

SCROLL FOR NEXT