স্যাটায়ার

হরতাল অবরোধের বাহাস

Byসুকান্ত কুমার সাহা

বন্ধু কইলো, দেশের অন গোয়িং হরতাল বনাম অবরোধ বিতর্কে আমিও অংশ নিতে চাই! আমি বললাম, নিবা! এটা তো তোমার গণতান্ত্রিক অধিকার! বাঁধা দিচ্ছে কে?

বন্ধু কইলো তয় শোন- যেমন পেট্রোল বোমায় 'পোড়া মানুষের' মাংসের গন্ধে মানবতানুভুতি জাগে না আবার পিপার স্প্রে'তে ম্যাডামের শ্বাসকষ্ট হচ্ছে শুনেই আম দলের জ্বলানুভুতি খাইড়াইয়া যায়; ঠাস কইরা। তেমনি পার্থক্য হরতালে আর অবরোধে!

আমি কইলাম, মিল্লো না বন্ধু! ও কইলো, না মিল্লো! গেছে তো?

বললাম, তা গেছে !

আমাদের কথার মধ্যেই আর একবন্ধু বাম হাত ঢুকাইয়া দিয়া কইলো, হরতালে আওয়ামীলীগের নেতারা রাস্তায় নামে আর তাদের চ্যালারা সমানে লাফায়; অপরদিকে হরতাল বিএনপি ডাকলে নেতারা ল্যাপ গায় দিয়া বসায় ঘুমায়; আর তাদের চ্যালারা আঙুল চুষতে চুষতে চোরার ভিডিও দেখে দেখে বলকায়।

অন্যদিকে- অবরোধ আওয়ামীলীগ দিলে, খারাপ কাম জাইন্যাও নেতা-চ্যালারা দল বাইন্ধা স্ট্যান্ড-রাস্তা ব্লক মারে; আর অবরোধ বিএনপি ডাকলে- ম্যাডামের বাসার সামনে বালু ভর্তি ট্রাক খাড়াইয়া গেলেও রাস্থায় যানজট লাইগা যায়, পেট্রোল বোমার ভয় লাগে।

ওর কথা শুইন্যা আমি কইলাম, দ্যাখ! তোর প্রথম পয়েন্টটা মিল্লেও দ্বিতীয়টা মিল্লো না? ও বলল, না মিল্লে কি হইছে; কাছাকাছি গেছে না?

বললাম, গেছে; গেছে !!!

০৮/০১/২০১৫

SCROLL FOR NEXT