নীলফামারীর জলঢাকায় ৫২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
Published : 21 Feb 2019, 03:31 PM
বুধবার রাতে উপজেলার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল জব্দ এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
পরে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।