আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হচ্ছে কেরানীগঞ্জে

সুস্থ ও স্বাভাবিক বিকাশের পাশাপাশি একটি দেশকেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতেও খেলাধূলার বিকল্প কমই রয়েছে। একথা মাথায় রেখেই কেরানীগঞ্জের খেলাধূলা চর্চা নিয়মিত রাখতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 01:36 PM
Updated : 18 Dec 2018, 01:53 PM

তার একক প্রচেষ্টায় ‘অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম’ নির্মাণ করা হয়েছে; যেখানে এক বছরে তৃতীয় বিভাগের ৬৫টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীও খেলাধূলার গুরুত্ব বুঝে প্রতিটি থানায় একটি করে ‘মিনি স্টেডিয়াম’ তৈরির ঘোষণা দিয়েছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মোহাম্মদ রফিকের জন্মভূমি কেরানীগঞ্জে ভবিষ্যৎ রফিকদের তৈরির জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছেন নসরুল হামিদ বিপু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে বিশ্বদরবারে গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তেমনি কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা নসরুল হামিদ বিপুর নেতৃত্বে ঢাকার এই জনপদ উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি হয়েছে নসরুল হামিদের দক্ষ নেতৃত্বে।

খেলাধূলায় উন্নয়নের বিষয়ে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে। কেরানীগঞ্জেও হয়েছে প্রচুর উন্নয়ন। আর খেলাধূলার ক্ষেত্রেও কেরানীগঞ্জ পিছিয়ে নেই।”

নসরুল হামিদ বিপুর প্রচেষ্টায় গড়ে ওঠা স্টেডিয়ামে ৬৫টি থার্ড ডিভিশনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে এখানে তিনটি আন্তর্জাতিক মানের পিচ তৈরি দেওয়া ও অবকাঠামো উন্নয়ন করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।”

গত ১০ বছরে কেরানীগঞ্জে ক্রিড়াক্ষেত্রে যেসব অর্জন হয়েছে সেগুলো হলো- 

# নসরুল হামিদ বিপুর একক প্রচেষ্টায় অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।

# ক্রিকেটার তৈরির জন্য আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ রফিককে সম্পৃক্ত করা হয়েছে।

# প্রতিটি স্কুল কলেজে খেলাধূলার সরঞ্জাম দেয়া হয়েছে।

# কেরানীগঞ্জের বিভিন্ন মাঠে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে।

# কেরানীগঞ্জের ১২টি মাঠ অবৈধ দখলের হাত থেকে মুক্ত করা হয়েছে এবং মাটি ভরাট করে খেলার উপযোগী করা হয়েছে।

# বিভিন্ন জাতীয় দিবসে কেরানীগঞ্জে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

# প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমি নির্মাণ করা হয়েছে।

# কেরানীগঞ্জে মেয়েদের খেলাধূলা নিয়মিত আয়োজিত হচ্ছে।

এছাড়া ভবিষ্যতে আরো উন্নয়নের জন্য নানা পরিকল্পনা রয়েছে নসরুল হামিদ বিপুর। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে-

# খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন সময় প্রতিভা অন্বেষণের ব্যবস্থা করা।

# শিশুদের খেলার মাঠসহ তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

# কেরানীগঞ্জে আধুনিক ইনডোর স্টেয়িাম নির্মাণ করা।

# নিয়মিতভাবে অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৬ ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন ।

# সুইমিং পুল, হকি ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ করা হবে।

# প্রতিবন্ধিদের খেলাধূলার জন্য বিশেষ নজর দেওয়া, যাতে তারাও প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

# মেয়েদের ইনডোর ও আউটডোর খেলায় আরও বেশি অংশ নিতে উৎসাহ দেওয়ার কর্মসূচি গ্রহণ।

# নিয়মিত স্কুলভিত্তিক ক্রিড়া অনুষ্ঠান আয়োজন।