ব্রাহ্মণবাড়িয়া-২: স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2019 07:30 PM BdST Updated: 01 Jan 2019 07:30 PM BdST
-
নির্বাচন ভবন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলযোগের কারণে ফলাফল স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে পুনঃভোট হবে আগামী ৯ জানুয়ারি।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আশাদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “এ আসনের তিনটি কেন্দ্রে ৯ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি।”
সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত রোববার ভোটগ্রহণের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। এসব আসনের ৪০ হাজার ৫১টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত করা হয়।
এর মধ্যে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলাফল আটকে যায়।
সরাইল ও আশুগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপির আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন ‘কলার ছড়ি’ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
স্থগিত ওই তিন কেন্দ্রে ভোটার রয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। আর প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯। তত্ত্বীয়ভাবে এখনও দুই প্রার্থীর যে কারও বিজয়ী হওয়ার সুযোগ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান সেদিন এ আসনের ফল ঘোষণা স্থগিত করেন।
রোববারের ভোটে বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের চেষ্টা আর সংঘাতের মধ্যে ১৩ জেলায় অন্তত ১৭ জন নিহত হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে ভোটকেন্দ্রে গুলিতে এক কিশোরের মৃত্যু হয়।
প্রতীক বরাদ্দের পর এক প্রার্থীর মৃত্যু হওয়ায় গাইবান্ধা-৩ আসনের ভোট আগেই স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পুনঃতফসিলে ওই আসনে ২৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করেছে ইসি।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- কোভিডে আক্রান্ত ব্যাংককর্মীর ক্ষতিপূরণ নেই, মৃত্যুতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে