তিন লাখের উপরে ভোট পেয়ে বিজয়ী সালমান

দোহার-নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসনে চার লাখ ৪০ হাজার ৪০৭ ভোটের মধ্যে তিন লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান।

কেরানীগঞ্জ প্রতিনিধিদোহার-নবাবগঞ্জ-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 08:36 PM
Updated : 30 Dec 2018, 09:49 PM

বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরেক ব্যবসায়ী গ্রুপ যমুনার মালিক নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম। স্বতন্ত্র প্রার্থী সালমা বেলা ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পরেও মোটরগাড়ি প্রতীকে ৩৭ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন।

নবাবগঞ্জ ও দোহার উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ও আফরোজা আক্তার রিবা তাদের নিজ নিজ কার্যালয় থেকে রোববার রাতে ঢাকা-১ আসনের ফলাফল ঘোষণা করেন।

নবাবগঞ্জ উপজেলার ১০৩টি এবং দোহার উপজেলার ৭৫টি কেন্দ্র মিলিয়ে নৌকা প্রতীক নিয়ে সালমান এফ রহমান পেয়েছেন তিন লাখ দুই হাজার ৯৯৩ ভোট।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এর আগে দুইবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

২০০১ সালের নির্বাচনে এই আসনে নৌকার টিকেটে নির্বাচনে করে তার আত্মীয় তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার কাছে পরাজিত হন সালমান রহমান। আওয়ামী লীগের রাজনীতিতে আসার আগে নিজের গড়া ‘সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন’ থেকে ১৯৯৬ সালের নির্বাচনে ধানমণ্ডি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও জামানত হারিয়েছিলেন তিনি।

রোববারের নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো. কামাল হোসেন পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট, জাকের পার্টির মো. সামসুদ্দিন আহম্মেদ গোলাপ ফুল প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির মো. সেকেন্দার হোসেন কোদাল প্রতীকে ৪৭৬ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবিদ হোসেন কাস্তে প্রতীকে ৩৭৫ ভোট, বিকল্প ধারার মো. জালাল উদ্দিন কুলা প্রতীকে ২৩৭ ভোট পেয়েছেন।