বাগেরহাটে বাবা-ছেলে জয়ী
বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2018 12:53 AM BdST Updated: 31 Dec 2018 12:53 AM BdST
বাগেরহাট থেকে আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দীন এবং তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় উভয়ই বিপুল ভোটে জয়লাভ করেছেন।
শেখ হেলাল উদ্দীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে।
বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারি-মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীন ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মো. শেখ মাছুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৫ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ হাওলাদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা