ইনু ও হানিফসহ কুষ্টিয়ার ৪ আসনেই নৌকা জয়ী

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ কুষ্টিয়ার চারটি আসনেই নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 03:36 PM
Updated : 30 Dec 2018, 03:57 PM

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আ ক ম সারোয়ার জাহান বাদশা জয়লাভ করেছেন।

নৌকা প্রতীকে তিনি ২ লাখ ৭৮ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির রেজা আহমেদ বাচ্চু পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোট সমর্থিত জাসদ সভাপতি হাসানুল হক ইনু জয়লাভ করেছেন।

নৌকা প্রতীকে তিনি ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত (জাপা-জাফর) প্রার্থী আহসান হাবিব লিংকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট।

মাহবুব উল আলম হানিফ ফাইল ছবি

আ ক ম সারোয়ার জাহান বাদশা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ জয়লাভ করেছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার সমর্থিত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজর ৩৭৯ ভোট।

সেলিম আলতাফ জর্জ

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সেলিম আলতাফ জর্জ জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১৯ ভোট।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন।