অনুপস্থিত এরশাদ এবারও জয়ী রংপুরে

অসুস্থতার কারণে প্রচারে না গেলেও মহাজোটের প্রার্থী হিসেবে রংপুরে নিজের আসনটিতে জয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 03:14 PM
Updated : 30 Dec 2018, 03:14 PM

ইভিএমের এই আসনে লাঙ্গল প্রতীকে এরশাদ ১ লাখ ৪২ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।

নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ রোববার রাতে এই ফল ঘোষণা করেন।

রংপুর-৩ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪১ হাজার ৬৭১ জন। দেশের মোট ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ হয়, তার মধ্যে এটি একটি। রংপুর জেলায় মোট সংসদীয় আসন ছয়টি।

২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনেও এই আসনে জয়ী হয়েছিলেন এরশাদ;; সেবার নাটকীয় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এবারও নির্বাচনের আগে নাটকীয়তার জন্ম হয় তার অসুস্থতা নিয়ে। তিনি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে ফিরলেও ভোট দিতেও যাননি রংপুরে।