ভোট স্থগিত ২২ কেন্দ্রে
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2018 06:40 PM BdST Updated: 30 Dec 2018 08:30 PM BdST
একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিন গোলযোগ ও অনিয়মের কারণে কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্র স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে রোববার এই ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের মত।
ইসি সচিব বলেন, “মাত্র ২২টি কেন্দ্র স্থগিত হয়েছে। বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণে ভোট সম্পন্ন হয়েছে।
ভোট ঘিরে সহিংসতায় দেশের ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর এসেছে সারা দিনে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। তারপরও আওয়ামী লীগ এ নির্বাচনকে ‘সংঘাতহীন’ বলছে।
অন্যদিকে বিএনপি সারাদেশে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে; বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে।
সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরুর প্রাক্কালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আজ বাংলাদেশে সবচেয়ে বড় উৎসব ভোটোৎসব হয়ে গেল। দেশের ২৯৯ আসনে আজ ভোট হয়েছে; ভোটের উৎসব হয়েছে। শান্তিপূর্ণভাবে ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণে ভোটোৎসব হয়েছে।”
সারাদেশে ‘কিছু’ সহিংস ঘটনা ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, “মাননীয় কমিশনের এগুলো নজরে এসেছে। এসব ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রত্যেকটি বিষয় আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়