নীলফামারীতে ‘কেন্দ্র দখলের চেষ্টা’, আটক ১

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে একটি কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে এক এক জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং আধঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 12:26 PM
Updated : 30 Dec 2018, 12:26 PM

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসানুর রহমান শাহিন বলেন, রোববার শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হাসানুর বলেন, বেলা ১১টার দিকে কেন্দ্রের বাইরে জামায়াত-বিএনপির সংঘবদ্ধ কর্মী সমর্থকরা ধানের শীষের স্লোগান দিতে দিতে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় মহাজোটের লাঙ্গল প্রতীকের কর্মীরা তাদের বাধা দিলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ এবং খয়রাত হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

ওই আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেলের মূল প্রতিদ্বন্দী জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য আজিজুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।