যশোরে ধানের শীষ প্রার্থীর বাড়িতে অভিযান, আটক ২

যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবন থেকে দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে, পুলিশ যাদের পরোয়ানার আসামি বলছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 05:37 PM
Updated : 29 Dec 2018, 05:37 PM

শনিবার রাত পৌনে ৯টার দিকে ওই দুইজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।

কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেছেন, “আমাদের কাছে খবর ছিল, ঘোপের ওই বাড়িটিতে বেশ কিছু লোক জড়ো হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছে। সেই কারণে অভিযান চালানো হয়। সেখান থেকে ওয়ারেন্টভুক্ত দুই জনকে আটক করা হয়েছে।”

সন্ধ্যার পর একই স্থানে সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কেটে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন প্রার্থী অমিত। এর কিছু সময় পরই এ অভিযান চালানো হয়।

প্রার্থী অমিত বলেন, একদল পুলিশ তার ঘোপের বাড়ি ঘিরে ফেলে। পরে গেট টপকে ভেতরে ঢুকে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওয়ারেন্ট না থাকায় পুলিশকে আটকে নিষেধ করা হয়।

“আমি পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। বলেছি, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে নির্বাচন কমিশনের নির্দেশনা আছে। তা সত্ত্বেও পুলিশ দুই নেতাকে আটক করে নিয়ে যায়।”