নির্বাচনের ফল ঐক্যফ্রন্টের পক্ষে আসবে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2018 09:55 PM BdST Updated: 29 Dec 2018 09:55 PM BdST
জনগণ ভয়ভীতি উপক্ষো করে ভোট দিতে পারলে ভোটের ফলাফল ‘ঐক্যফ্রন্ট ও গণতন্ত্রের’ পক্ষে আসবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন নৌকা প্রতীক নিয়ে ও ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার হাতপাখা এবং ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম মিনার প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মির্জা ফখরুল বলেন, আজকে নির্বাচনের আগের দিন; আর কিছুক্ষণ পর নির্বাচনের ভোট প্রদান শুরু হবে সকাল ৮টায়।
“আজকে আমার নির্বাচনী আসনে প্রায় ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে প্রায় ২৫টা।”
তিনি অভিযোগ করেন, খুব পরিকল্পিতভাবে তার জেলার নেতা, উপজেলা নেতা; জেলার সভাপতি, উপজেলার চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে।
এখানে লাগামহীনভাবে গ্রেপ্তার ও মামলা চলছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এ পরিস্থিতি শুধু ঠাকুরগাঁওয়ে নয়, এই পরিস্থিতি সারাদেশেই। এই পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড বলে যে কথাটা নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে; এটার অস্তিত্ব একেবারে নেই।
“দুর্ভাগ্যজনকভাবে আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।”
“সুতরাং নির্বাচন যেদিকে যাচ্ছে তা অর্থহীন হয়ে যাচ্ছে। তারপরও আমরা আশা করি, জনগণ যদি ভোট প্রয়োগ করে ফলাফল ঐক্যফ্রন্টের পক্ষেই থাকবে,” বলেন ফখরুল।
এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার