দিনাজপুরে নৌকা ও ধানের শীষ প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2018 09:53 PM BdST Updated: 25 Dec 2018 09:53 PM BdST
দিনাজপুর-১ (বীরগঞ্জ) আসনে উপজেলায় নৌকা ও ধানের শীষ প্রার্থী তাদের কর্মী-সমর্থকের উপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
মঙ্গলবার বীরগঞ্জ উপজেলায় এ ঘটনার সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়।
পুলিশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুই জনকে আটক করেছে। এই আসনে ধানের শীষ প্রার্থী মোহাম্মদ হানিফ জামায়াতে ইসলামী নেতা; নৌকার প্রার্থী হলে আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন শীল গোপাল।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার কিছু আগে বীরগঞ্জের মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ সাত খামার উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের পথসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছিল।
“এ সময় ২০-২২টি মোটরসাইকেল নিয়ে একদল সন্ত্রাসী নৌকার সমর্থকদের উপর হামলা চালায়।”
নৌকার প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে আওয়ামী লীগের মঞ্চ ভাংচুর করেছে ও কয়েকজনকে মারধর করেছে।
এ বিষয়ে থানায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন প্রার্থী মনোরঞ্জন।
এদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়ত নেতা মোহাম্মদ হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকার সমর্থকরাই গণসংযোগে তার সমর্থকদের উপর হামলা চালিয়ে তাদের মোটরসাইকেলে আগুন দেয় এবং মাইক্রোবাস ভাংচুর করে।
ঘটনার পরপরই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে