বগুড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ

বগুড়ার শেরপুরে ধানের শীর্ষ ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 03:32 PM
Updated : 24 Dec 2018, 03:32 PM

সোমবার বিকালে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে।

এরা হলেন পৌর বিএনপির সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসফউদ্দেীলা মামুন ও ছাত্রদল নেতা আপেল মাহমুদ।

বগুড়া-৫ আসনের ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ অভিযোগ করেন, কুসুম্বী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন।

পথে গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে নৌকা মার্কার কর্মী সমর্থকরা তার গাড়িবহর আটকে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

এতে তার বহরে থাকা তিনটি জিপ ও ৫-৬টির মতো মোটরসাইকেল ভাঙচুর করা হয়; এরপর পুলিশ উল্টো তার দলের তিন নেতাকে আটক করে বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সনজু বলেন, সোমবার দুপুর থেকেই তাদের দলের নেতাকর্মীরা একই এলাকায় নৌকার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এতে নৌকার কর্মী-সমর্থক ও ধানের শীষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি।

গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে তার দলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে আওয়ামী লীগের এই নেতা দাবি করেন।

তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। তাই তারা নিজেরাই এসব গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে থাকতে পারে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকে আটক করা হয়েছে।