সেনাবাহিনী কোনো দলের পক্ষে নয়: ওবায়দুল কাদের

সেনাবাহিনী কোনো দল বা জোটের নয়; তারা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 01:29 PM
Updated : 24 Dec 2018, 01:29 PM

সোমবার ফেনীতে এক নির্বাচনী জনসভায় সেতুমন্ত্রী বলেন, “সেনাবাহিনীকে নিয়ে যারা উল্লসিত হচ্ছেন বা উচ্ছ্বসিত হচ্ছেন, তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।”

ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টকে ইঙ্গিত করে বলেন, আপনারা ইসিকে বিতর্কিত করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে বিতর্কিত করছেন। নির্বাচন কমিশন, পুলিশকে প্রশ্নবিদ্ধ করছেন।

সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হতে হয় এমন কোনো কাজ বা মন্তব্য থেকে বিরত থাকতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

কাদের বলেন, “বিএনপি হচ্ছে কথার লোক, কাজের লোক না। বিএনপি আপনাদেরকে বছরের পর বছর কলা দেখাইছে, মুলা ঝুলাইছে, বাঙালিকে হাইকোর্ট দেখাইছে। কোনো কাজ করে নাই, তাই তাদেরকে ভোট দিলে আপনারা কিছুই পাবেন না।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভোটারদের উদ্দেশে বলেন, দলে দলে ৬টার মধ্যে কেন্দ্রে চলে আসবেন। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে আসবেন।

“মসজিদের মধ্যে প্রস্তুতি আছে কারো কারো। আপনারাই আগেভাগে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি রাখবেন; যাতে সেখান থেকে নির্বাচনে কোনো অশুভ শক্তি প্রভাব ফলতে না পারে।” 

দুপুরে দাগনভূইয়া উপজেলার আতাতুর্ক স্কুল মাঠে ফেনী-৩ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভায় ভাষণ দেন কাদের।

জনসভায় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সাংসদ জাহান আরা বেগম সুরমা, ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, এনআরবি গ্লোবাল ব্যংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, মার্কেন্টাইল ব্যংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।