ভোট চাইতে নড়াইলে মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শেষ করার পর ভোট চাইতে নিজের নির্বাচনী এলাকা নড়াইলে গেলেন মাশরাফি বিন মর্তুজা।  

মাহবুবুর রশিদ, নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 03:39 PM
Updated : 22 Dec 2018, 05:39 PM

বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে ভোটের লড়াইয়ে আছেন।

গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার শুরু করলেও মাশরাফি সে সময় ব্যস্ত ছিলেন সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ নিয়ে। ২-১ এ ওই সিরিজ জিতে এখন ভোটের মাঠে নামলেন তিনি।

নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি শনিবার দুপুরে নড়াইলের মাটিতে পা রাখেন সুসজ্জিত নৌকায় মধুমতি পার হয়ে। দুপুর আড়াইটার দিকে কালনাঘাট দিয়ে নড়াইলের লোহাগড়ায় পৌঁছান তিনি।

স্ত্রী-সন্তান নিয়ে নদী পার হয়ে নিজের নির্বাচনী এলাকায় ঢুকেই সেখানে পথসভায় বক্তব্য দেন মাশরাফি।

তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন, নৌকা মার্কায় ভোট দিন। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

এ সময় মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন, স্ত্রী সুমনা হক সুমি এবং তাদের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা ছিলেন। মাশরাফিকে স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত-সমর্থক।

নির্বাচনের প্রার্থী হওয়ার পর মাশরাফি প্রথম নড়াইলে আসায় তার এই আগমন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তাকে স্বাগত জানাতে কালনা ঘাটে উপস্থিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান ফয়জুর আলম লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।

কালনা ঘাট থেকে নড়াইল পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার ভক্ত-সমর্থক দাঁড়িয়ে মাশরাফিকে স্বাগত জানান।

পরে এড়েন্দা বাসস্ট্যান্ড, দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসী-মাদ্রাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন মাশরাফি বিন মর্তুজা।