ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন, আগামী ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার; অর্থাৎ ওইদিন সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2018, 08:11 AM
Updated : 20 Dec 2018, 08:11 AM

অ্যালোকেশন অব বিজনেসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে এই ছুটি ঘোষণা করে।

আদেশে বলা হয়েছে, “নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারা বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হল।”

ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৭ ডিসেম্বর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।