একজন রিটার্নিং কর্মকর্তা ও ৪ জন ওসিকে প্রত্যাহারের নির্দেশ

অভিযোগের মুখে একজন রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 04:14 PM
Updated : 20 Dec 2018, 07:38 AM

পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বুধবার নির্বাচন কমিশনার রফিকুল  ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে থাকা সবাইকে নজরে রেখেছে।”

গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা এবং ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) প্রত্যাহার করে তাদের স্থানে ‘উপযুক্ত’ কর্মকর্তাকে দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলেছে ইসি।

অন্যদিকে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার নির্দেশনা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

আইজিপির কাছে পাঠানো আলাদা চিঠিতে ডিএমপির রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম, সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি নবীর হোসেন প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে ইসি।

ইসির সহকারী সচিব নুর নাহার স্বাক্ষরিত এসব চিঠি পাঠানো হয়।

সেই সঙ্গে শতাধিক পুলিশ সদস্যের রদবদল ও পদোন্নতি বিষয়ে সম্মতি দিয়েছে ইসি।