নাটোরে ধানের শীষ প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

নাটোর-২  আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 02:34 PM
Updated : 19 Dec 2018, 02:34 PM

নলডাঙ্গা উপজেলায় বুধবার ধানের শীষ প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রচারকালে এ হামলা হয় বলে বিএনপির অভিযোগ।

নাটোর-২ আসনে নৌকার প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল এবং ধানের শীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ধানের শীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন নির্বাচনী প্রচারে দলীয় নেতাকর্মীদের নিয়ে নলডাঙ্গা উপজেলায় গণসংযোগ করতে যাচ্ছিলেন।

“পথে ত্রিমোহনী মোড়ে নৌকার সমর্থকরা ইটপাটকেল ছুড়লে সাবিনা ইয়াসমিন হাতে আঘাত পান। সেখান থেকে তিনি সহযোগীদের সঙ্গে নলডাঙ্গা বাজারে এসে প্রাথমিক চিকিৎসা নেন।”

এরপর সাবিনা ইয়াসমিন নলডাঙ্গা বাজারের মসজিদ মোড়ে পথসভায় বলেন, “নৌকার কর্মীরা পরিকল্পিতভাবে একের পর এক আমার উপর হামলা চালাচ্ছে। আমি আহত হয়েও প্রচার থেকে সরে যাইনি। এভাবে তারা আমাকে হত্যার পথ খুঁজচ্ছে।”

পরে তিনি শেখপাড়া, বাঙ্গালপাড়া মাঠ, পীরগাছা বাজার, সরকুতিয়া, বারুহাটি গ্রামে পথসভায় বক্তব্য দেন।

এ সময় নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, নলডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক ও নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন, সাবেক পৌর মেয়র আব্বাছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, নৌকার কোনো কর্মী সাবিনা ইয়াসমিনের উপর হামলা চালায়নি। তাদের নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

“বরং বুধবার সন্ধায় আমি তাদেরকে নিরাপদে নলডাঙ্গা ছেড়ে যাওয়াতে সহযোগিতা করেছি।”