মাগুরায় নৌকার অফিসে ভাংচুর, বোমা বিস্ফোরণ

মাগুরার শালিখা উপজেলায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 04:54 PM
Updated : 18 Dec 2018, 04:54 PM

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় আওয়ামী লীগের তিন কর্মী আহত হয়েছেন বলে দলের নেতাকর্মীরা জানান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ঝন্টু বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী সীমাখালী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসের সামনে নামে।

“তারা নৌকার অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে। এ সময় তারা ৩-৪টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে মাক্রোবাসে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”

শালিখা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অফিস ভাংচুর ও বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়; কিন্তু ততক্ষণে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।

“ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ও ২টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। কারা কীভাবে এ ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে।”