ইসিতে বিএনপির একগুচ্ছ অভিযোগ

নেতাকর্মীদের গ্রেপ্তার, তল্লাশী ও নির্বাচনের প্রচারে বাধা-মারধরসহ একগুচ্ছ অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 11:21 AM
Updated : 17 Dec 2018, 11:21 AM

সোমবার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে রাজধানীসহ প্রায় ৩১টি জেলার বিভিন্ন আসনের চিত্র তুলে ধরেন তিনি।

বিএনপির একজন প্রতিনিধি ইসি সচিবালয়ে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত চিঠিটি জমা দেন।

চিঠিতে বিএনপি মহাসচিব বলেছেন, “পুলিশি আচরণ, বিনা কারণে গ্রেফতার, হয়রানি ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র পুনরায় উল্লেখ করা হলো। জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলাবাহিনীর বিরুদ্ধে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”

আট পৃষ্ঠার চিঠিতে ঢাকা মহানগর, চাঁদপুর, কুমিল্লা, জামালপুর, ঝিনাইদহ, ভোলা, চট্টগ্রাম, শেরপুর, ফরিদপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, রাজশাহী, যশোর, বাগেরহাট, পটুয়াখালী, ঝিনাইদহ, নরসিংদী, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, মেহেরপুর, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, ফেনী, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পুলিশি হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে।

হামলার অভিযোগ ঐক্যফ্রন্টের প্রার্থী অমির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ওপর হামলার অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে।

সোমবার সকালে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালানোর সময় তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার নির্বাচন ভবনে এসে সিইসি কে এম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগ দেন অমি।